দেশটা আমাদের সবারই অস্তিত্বের অংশ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: জামায়াত আমিরের ফেসবুক
0

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশটা আমাদের সবারই অস্তিত্বের অংশ। ধৈর্য ধরার কোনোই বিকল্প নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ কথা লেখেন।

শফিকুর রহমান লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেয়ার তাওফিক দান করুন। ধৈর্যই মজলুমের সবচেয়ে বড় হাতিয়ার। ধৈর্য ধরার কোনোই বিকল্প নেই।’

আরও পড়ুন:

তিনি লেখেন, ‘দেশটা আমাদের সবারই অস্তিত্বের অংশ। আশা করি সকলেই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবো। মহান আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমিন।’

এসএস