সোমবার (১৫ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও আগাম বন্যার করণীয় সম্পর্কে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এই সব কথা বলেন।
তিনি বলেন, '১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃষ্টি থেকে ভারি বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে হাওরের ধান এরই মধ্যে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কৃষকদেরকে অনুরোধ জানান ধান পাকার সাথে সাথে ধান কর্তন করতে হবে।'
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, 'সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির শঙ্কা থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।'
এ সময় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।