জিম্বাবুয়ে সিরিজের আগে সতর্ক মিরাজ; উইকেট বুঝে বল করতে চান নাহিদ

জিম্বাবুয়ে সিরিজের আগে সতর্ক মিরাজ; উইকেট বুঝে বল করতে চান নাহিদ | Ekhon tv
0

ঘরের মাঠে সিরিজ তবুও জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক মেহেদি মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে ভালো করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ও বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনাও প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। আর সিলেটে উইকেটের কন্ডিশন বুঝে বল করতে চান পেসার নাহিদ রানা।

আঙিনায় অপেক্ষারত জিম্বাবুয়ে সিরিজ। তবুও টেস্ট সিরিজের মাঝ সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক খোঁজার চেষ্টায় মিরাজের শরণাপন্ন গণমাধ্যম। অলরাউন্ডার মিরাজ অবশ্য নেতৃত্ব কিংবা সদস্য উভয় ভূমিকার জন্যই প্রস্তুত।

মিরাজ বলেন, 'গত সিরিজে আমার কাছে সুযোগ এসেছিল করেছি, গত বিপিএলেও অধিনায়কত্ব করেছি। যদি আমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে সেটা কীভাবে ঠিকঠাক পালন করা যায় সেটা নিয়ে চিন্তা করবো।'

তিনি আরো বলেন, 'সামনে আমাদের বিশ্বকাপসহ আরো কিছু খেলা রয়েছে, কিছু টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে, তাই এ প্রস্তুতিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'

ফেরা যাক টেস্ট সিরিজে। হোম কিংবা অ্যাওয়ে দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই ফেভারিট মনে করা হয় বাংলাদেশকে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজকে চ্যালেঞ্জিং মানছেন মিরাজ।

মিরাজ বলেন, 'আন্তর্জাতিক ম্যাচ সবসময়ই চ্যালেঞ্জিং, সেটা যে দলের বিপক্ষেই হোক না কেন। এটা যেহেতু আমাদের হোম সিরিজ, আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো। আর আমরা লাস্ট টেস্ট সিরিজে উইন্ডিজদের সাথে ভালো করেছিলাম, তাদের ঘরের মাটিতে তাদেরকে হারিয়ে এসেছি। এটা আলাদা আত্মবিশ্বাস যোগাবে আমাদের।'

সিলেটের উইকেটে গতি আর বাউন্সে ঝড় তোলার আগে সাবধান পেস তারকা নাহিদ রানা।

নাহিদ বলেন, 'সিলেটের উইকেটে খেলা। উইকেট কেমন হবে তা আগে থেকে ধারণা করা কঠিন। তবে পিচে যদি পেসারদের জন্য কিছু থাকে তাহলে অবশ্যই আমরা সেটা নেয়ার চেষ্টা করবো।

টেস্ট সিরিজের আগে অপর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এরই মধ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক শান্ত। তবে দারুণ পারফরম্যান্স দিয়ে ক্যাপ্টেন শান্তর আক্ষেপটা নিশ্চয়ই ঘুচিয়ে দেয়ার চেষ্টা করবেন নাহিদ-মিরাজরা।

এসএইচ