সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘ফুটবলে হয়তো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ফুটবলাররা দেশের হয়ে খেলা আগ্রহ দেখাচ্ছে। তবে সেটা সাময়িক সমস্যার সমাধান হবে কিন্তু যদি লং রানে আমাদের ফুটবলকে নিয়ে যেতে চান তাহলে তৃণমূল ফুটবলে নজর দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের স্কুল পর্যায় ফুটবল করতে হবে, জেলা পর্যায়ে খেলা নিশ্চিত করতে হবে। লিগ করতে হবে।’
এদিকে বিগত সরকারের আমলে ফ্যাসিবাদের পক্ষ নেয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিচার করা হবে বলেও জানিয়েছেন আমিনুল হক।
তিনি বলেন, ‘সাকিব আল হাসান গত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ৩০০ আসনের ১ জন এমপি ছিলেন। নিজের সুবিধা নেয়ার জন্য জাতির সাথে তিনি প্রতারণা করে এই অবৈধ সংসদের একজন সংসদ সদস্য হয়েছিলেন।’