নিজেকেই ব্যালন ডিঅরের যোগ্য দাবিদার মনে করছেন রাফিনিয়া

বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া
বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া | ছবি: সংগৃহীত
0

ব্যালন ডিঅর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। আর সে পুরস্কারের জন্য নিজেকেই যোগ্য মনে করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

সাম্প্রতিক এক বক্তব্যে রাফিনিয়া জানান, গত মৌসুমে তার পারফরম্যান্সই প্রমাণ করে তিনি এ স্বীকৃতির দাবিদার। গোল, অ্যাসিস্ট, বড় ম্যাচে প্রভাব সব দিক থেকেই নিজেকে সেরা পর্যায়ে দেখছেন তিনি।

আরও পড়ুন:

শুধু নাম নয়, মাঠের পারফরম্যান্সই ব্যালন ডি অরের আসল মানদণ্ড। আর সেই মানদণ্ডে তিনি নিজেকে অনেক এগিয়ে রাখছেন বার্সা অধিনায়ক। এখন দেখার বিষয় বিশ্ব ফুটবল কীভাবে মূল্যায়ন করে রাফিনিয়ার এ আত্মবিশ্বাসী দাবি।

গত ২৫ সেপ্টেম্বর বার্সা টিমমেট লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেন ওসমান ডেম্বেলে। ৫ম স্থানে ছিলেন রাফিনিয়া। কিন্তু এ ফলাফলে বেশ নাখোশ ছিলেন বার্সা তারকা।

এফএস