তবে আশুতোষ শর্মার ও ভিপরাজের ঝরো ব্যাটিংয়ে শেষ ওভারে দিল্লির সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৬ রান। তৃতীয় বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন আশুতোষ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩১ বলে ৬৬ রান করে।
মেরেছেন ৫টি ছক্কা ও ৫টি চার। ভিপ্রাজ করেন ১৫ বলে ৩৯ রান। এর আগে টসে হারা ব্যাটিংয়ে নেমে লক্ষ্ণৌর জন্য বড় সংগ্রহ এনে দেন মিচেল মার্শ ও নিকোলাস পুরাণ।
মার্শ ৬ ছক্কা ও ৬ চারে ৩৬ বলে করেন ৭২ রান অপরদিকে ৭ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৭৫ রান করেন পুরাণ।