কোস্টগার্ডের আওতাধীন এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোঠায়

দেশে এখন
এখন জনপদে
0

কোস্টগার্ডের আওতাধীন এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোঠায় বলে জানিয়েছে কোস্টগার্ড। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি।

কোস্টগার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে কোস্টগার্ড তার আওতাধীন চাঁদপুর, খুলনা, ভোলা, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন নদ-নদীতে বালু খেকোদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

গতবছরের ৫ আগস্ট থেকে চলতি বছর ২০ মার্চ পর্যন্ত কোস্টগার্ডের নিয়মিত টহল এবং অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের মাধ্যমে ৭৬টি বালু উত্তোলনকারী ড্রেজার, ১০৬টি বালু বহনকারী বাল্কহেড, পাঁচটি এস্কেভেটর এবং বালু উত্তোলনের সাথে জড়িত ১৫৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

কোস্টগার্ডের অভিযানের মাধ্যমে আওতাধীন নদী ও চরাঞ্চলে বর্তমানে অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

অবৈধ বালু উত্তোলন বন্ধ হওয়ায় নদী তীরবর্তী ও চরাঞ্চলের গ্রামসমূহ নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে এবং নদীতে সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধ হওয়াতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।—প্রেস বিজ্ঞপ্তি

এসএস