আইডিএফ জানিয়েছে, গাজার গুরুত্বপূর্ণ নেটজারিম করিডোর পুনরায় তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এতে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে যে বাফার জোন ছিল তা এখন ইসরাইলের হাতে।
এ কারণে ফিলিস্তিনিরা এখন দুই প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বাসিন্দাদের অবাধ চলাচলও। যা ইসরাইলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলতে পারে।
এরইমধ্যে মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করে দিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এর আগে দুই দিনের বিমান হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ ফিলিস্তিনি। যাদের মধ্যে শিশু ১৮৩।
এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইসরাইলসহ বিভিন্ন দেশ। এ সময় জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।





