চুয়াডাঙ্গার জীবননগরের থানা মোড় থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাতে উপজেলার গয়েশপুর গ্রামের রাজ রকিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে জীবননগর থানা মোড় থেকে আটক করা হয়। পরে তার পায়ুপথে লুকিয়ে রাখা অবস্থায় ছয়টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বার পরীক্ষা শেষে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।