আজ (সোমবার,১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) ও তার ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)।
এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের সোপর্দ করে বিজিবি।
বিজিবি জানায়, হাদির ওপর গুলিবর্ষণে জড়িতরা ময়মনসিংহের হালুয়াঘাট বা শেরপুর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছেন কি না তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদি তারা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ এবং তার সহযোগীরা বলতে পারবেন। তাই ফিলিপকে আটক করা গেলে পুরো বিষয় নিশ্চিত হওয়া যাবে।





