আছিয়ার জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি হিটু শেখের বাড়িতে যান বিক্ষুব্ধ জনতা। এসময় ধর্ষকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় হিটু শেখের বাড়িতে।
এদিকে সন্ধ্যা থেকে প্রায় তিন ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ ছাত্র-জনতা। আন্দোলনকারীরা জানান, আছিয়ার দাফনের আগেই তার ধর্ষণকারীদের দ্রুত বিচার ও ফাঁসি দিতে হবে।
এসময় আটকা পড়ে কয়েকশ' যানবাহন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আশ্বাসে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।