প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ সময় বাসে যাত্রীরা উঠানামা করছিল।
বারিধারা ফায়ার সার্ভিসের পরিদর্শক মাজাহারুল ইসলাম এখন টেলিভিশনকে জানান, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন ৮টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন বলেন, ‘আগুনের ঘটনায় দুর্বৃত্তদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করবে পুলিশ।’





