পুলিশ জানায়, হিসার নামে একটি জায়গার সড়কে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য বাহনগুলো একটি আরেকটিকে ধাক্কা দিতে থাকে। তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
আরও পড়ুন:
অন্যদিকে, রোহতাক নামে আরেকটি জায়গায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে ধাক্কা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হরিয়ানায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করায় ঘন কুয়াশা ও তীব্র শীত পড়েছে।





