স্থানীয়দের কাছ থেকে জানা যায় গতকাল (সোমবার, ১০ মার্চ) সকাল ১০ টার দিকে বরগুনা সদরের তেতুঁলবাড়িয়া এলাকায় বিষখালী নদীর পাড়ে একটি ফসলি মাঠের পাশে খেলা করছিল সাত থেকে দশ বছরের কয়েকজন শিশু। এসময় ডানায় গুলিবিদ্ধ অবস্থায় মদনটাক পাখিটি আহত হয়ে আশ্রয় নেয়ার জন্য নদীর পাড়ে বসে।
শিশুরা আব্বাস মিয়া নামক এক স্থানীয় বাসিন্দাকে জানালে সে ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মনির খলিফাকে সাথে নিয়ে পাখিটিকে ধরে নিয়ে জবাই করে। এসময় এলাকার লোকজন জড়ো হলে তারা মাংস ভাগাভাগি করে উল্লাস করে।
পাখি উদ্ধারের খবর পেয়ে বন ও পরিবেশ কর্মী আরিফ রহমান এখন টেলিভিশনকে জানান,
'ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিলুপ্তপ্রায় পাখিটি জবাই করে মাংস ভাগ করার নেতৃত্ব দেয় ওই এলাকার ইউপি সদস্য সাইফুল ইসলাম ও ওই এলাকার বাসিন্দা আব্বাস মিয়া ও মনির খলিফা।'
এদিকে মাংস ভাগ করে নেয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের কর্মকর্তারা।
বরগুনা সদরের বিট অফিসার জালাল আহমেদ খান বলেন, 'যাতায়াতের পথ খারাপ থাকায় আমাদের পৌঁছাতে সময় লেগেছে। তবে আমরা পৌঁছানোর আগেই পাখিটি জবাই করে হত্যা করে মাংস ভাগ করে নিয়েছে এলাকার লোকজন। আমরা তথ্য সংগ্রহ করছি পাশাপাশি আলামত জব্দের চেষ্টা করছি। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।'
এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ইউপি সদস্য সাইফুল ইসলাম ও অন্যান্যরা। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি।





