সুন্দরবন থেকে হয়তো পথ ভুলে লোকালয়ে এসেছিল বিলুপ্তপ্রায় একটি মদনটাক পাখি। এরপরই গ্রামবাসীদের অজ্ঞতায় মারা পড়ে মদনটাক। বিলুপ্তপ্রায় মদনটাক পাখি জবাই করে চলে স্থানীয়দের উল্লাস।