চাঁদপুরে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

চাঁদপুরে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ | এখন
0

চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। আজ (রোববার, ৯ মার্চ) ভোর রাতে শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে রেফার করা হয়েছে।

রোববার ভোর রাতে শহরের কোরালিয়া রোড এলাকায় রুস্তম বেপারীর বাড়ির ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আ. রহমান, তার স্ত্রী শানু বেগম, বড় ছেলে ইমাম হোসেন, তার স্ত্রী খাদিজা বেগম, মেঝো ছেলের বৌ নিবা ও ছোট ছেলে মহিন। এদের মধ্যে মাহিন ও নিবা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি সদস্যদের ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

অগ্নিদগ্ধের স্বজনরা জানায়, ভোর রাতে সেহরি খাবার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, 'ভোর প্রায় ৪টার দিকে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়। এদের মধ্যে কারো শরীরের ৫০ ভাগ ও কারো ৬০ ভাগ পুড়ে গেছে। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রায় ২০ ভাগ পুড়েছে।'

ইএ