চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। আজ (রোববার, ৯ মার্চ) ভোর রাতে শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে রেফার করা হয়েছে।