আজ (শুক্রবার, ৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'দেশ গড়তে বর্তমান সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান দরকার।'
পাশাপাশি আগামী নির্বাচনের জন্য সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশসহ বিভিন্ন সেক্টরে সংস্কার অপরিহার্য বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমীর।
তিনি আরো বলেন, 'ধর্মীয় কারণে কাউকে সংখ্যালঘু না করে, তার নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।'
রাজনীতিবিদ ও কূটনৈতিকদের সম্মানে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেখানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এছাড়া ভারত, পাকিস্তান, চীনসহ বেশি কয়েকটি দেশের কূটনীতিক অংশ নেন।





