ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করাও মাধেভিরে আউট হওয়ার পর, আইরিশদের জয়ের রেখা পরিষ্কার হয়ে যায়। শেষদিকে, মুজারাবানিকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন ম্যাকব্রাইন। জিম্বাবুইয়ানদের দ্বিতীয় ইনিংস থামে ২২৮ রানে।
দু'দলের মধ্যকার একমাত্র টেস্টে ৪ উইকেট শিকারের পাশাপাশি ৯০ রান করে ম্যাচসেরা অলরাউন্ডার ম্যাকব্রাইন।