ফরচুন বরিশালের ট্রফি উৎসব পরিণত হলো বিষাদে!

.
ক্রিকেট
এখন মাঠে
0

উৎসব পরিণত হলো বিষাদে। বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের ট্রফি উৎসবে ক্রিকেট প্রেমীদের বিশৃঙ্খলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এতে আয়োজন সংক্ষিপ্ত করে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যেতে হয় ফরচুন বরিশাল দলকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে বরিশালে এসে পৌঁছায় বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল। একে একে নেমে আসেন তামিম-মুশফিক-রিয়াদরা।

চ্যাম্পিয়ন দলকে অভিবাদন জানাতে বরিশাল বিমানবন্দর থেকে ভিড় করেন লাখো সমর্থক। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো সড়ক। বিপিএলের ট্রফি আবারও নিজেদের করে নিতে পেরে উচ্ছ্বসিত বরিশালবাসী।

এরপর ট্রফি নিয়ে যাওয়া হয় নগরীর বেলস পার্কে। মঞ্চে ট্রফি নিয়ে তামিম-মুশফিকদের উপস্থিতির সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে বরিশালের ক্রিকেট প্রেমীরা। নেচে গেয়ে উদযাপন করে শিরোপা জয়ের আনন্দ।

তবে মুহূর্তেই আনন্দ পরিণত হয় বিষাদে। বাঁশের ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে ধেয়ে আসেন সমর্থকরা। এতে তৈরি হয় বিশৃঙ্খলা। শুরু হয় হাতাহাতি। এসময় আহত হন অন্তত অর্ধশতাধিক। পরে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফরচুন বরিশাল টিম।

ক্রিকেটে মিশে আছে আবেগ। ট্রফি আর প্রিয় তারকাদের কাছে পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি বরিশালবাসী। তাতে এমন আয়োজন রং হারিয়েছে নিশ্চিতভাবেই।

এএইচ