দীর্ঘ বিরতির পর ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ছবি: এখন টিভি
1

দীর্ঘদিন পর ঢাকা–করাচি–ঢাকা রুটে ফের সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশে প্রথম ফ্লাইট বিজি-৩৪১ যাত্রা করে। রাত সোয়া ৮টায় ১৩৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যায়।

বেসামরিক বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে এ ফ্লাইটের উদ্বোধন করেন।

উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ফিতা কেটে এ ফ্লাইটের উদ্বোধন করেন |ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান।

এসময় মন্ত্রণালয়, বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বিমানের প্রথম ফ্লাইটটি স্থানীয় সময় ২৯ জানুয়ারি রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে ছেড়ে আসবে এবং একই দিন স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

২৯ জানুয়ারি থেকে শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতি ও শনিবার এ রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে করাচি পৌঁছাবে রাত ১১টায়। আবার করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ছেড়ে এসে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

এ রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনঃস্থাপিত হলো। এ রুটটি দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, শিক্ষা বিনিময় প্রসার এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এসএইচ