সীমান্তে বাংলাদেশি কৃষকদের ওপর হামলা, লুটপাট

থেমে থেমে গুলির শব্দে কেঁপে উঠছে সীমান্তের গ্রাম
থেমে থেমে গুলির শব্দে কেঁপে উঠছে সীমান্তের গ্রাম |
0

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি কৃষকদের ওপর হামলা, লুটপাট ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।

আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তারা অভিযোগ করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে 'আগ্রাসন' চালাচ্ছে।

এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। এসময় বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অনতিবিলম্বে বিজিবির সদস্য সংখ্যা বাড়িয়ে ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা নিশ্চিত করার আহ্বান জানান।

এসএস