পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
আরও পড়ুন:
বিষয়টি নিশ্চিত করে বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, নয়জন নারী ও দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘ প্রায় দুই বছর আগে বিভিন্ন সময়ে কাজের উদ্দেশে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভোরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশ ইন করে। পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে আটক সবাইকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





