এখন মাঠে
0

সাফজয়ীরা ম্যাচ বঞ্চিত, রানার্সআপ নেপাল খেলবে চার জাতি টুর্নামেন্ট

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে সাফজয়ী নারীদের জন্য কোনো ম্যাচ আয়োজন করতে পারছে না বাফুফে। অথচ সাফে রানার্সআপ নেপাল একই সময়ে খেলবে চার জাতি টুর্নামেন্ট। তবে মার্চ উইন্ডোর জন্য ১৩টি দেশকে চিঠি দিয়েছে বাফুফে। এদিকে আজ (বুধবার, ১৫ জানুয়ারি) কয়েকজন নারী ফুটবলার ক্যাম্পে ফিরলেও হেড কোচ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন।

নানা প্রতিকূলতা পেরিয়ে দ্বিতীয়বার সাফ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসর শেষে আর কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি সাবিনাদের। আরেকটু সহজ করে বললে, মেয়েদের জন্য কোনো ম্যাচই আয়োজন করতে পারেনি বাফুফে।

চলতি বছরের প্রথম উইন্ডো ফেব্রুয়ারিতেও যে সাবিনারা ম্যাচ পাচ্ছেন না, তা নিশ্চিত। অথচ একই সময়ে চারজাতি টুর্নামেন্ট খেলবে সবশেষ সাফের রানার্সআপ নেপাল। সে আসরে অংশ নিচ্ছে শক্তিশালী মিয়ানমার। অথচ বাফুফের পরিকল্পনায় পরবর্তী ফিফা উইন্ডো।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, 'মার্চ উইন্ডোর জন্য আমরা প্রায় ১৩টি দেশকে প্রস্তাব পাঠিয়েছি। আমরা যখন শর্ট লিস্টেট হবো তখন বলতে পারবো যে সম্ভাব্য এতগুলো দল আছে।'

ছুটি শেষে বুধবার ক্যাম্পে ফেরার কথা নারী ফুটবলারদের। তবে সবাই এদিন উপস্থিত হননি। এর কারণ অবশ্য জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।

ইমরান হোসেন তুষার বলেন, '৩১ জন খেলোয়াড়কে আমরা ক্যাম্পে জয়েনের জন্য বলেছি। এর মধ্যে আমার জানামতো ১৩ জন জয়েন করেছে। রাতের মধ্যেই আসবে। আর কিছু খেলোয়াড় আছে ব্যক্তিগত কাজে আবার কয়েকজন চিকিৎসার জন্য ছুটি চেয়েছে। হয়তো ১৮ তারিখের মধ্যে সবাই চলে আসবে।'

নারী ফুটবলারদের ক্যাম্প শুরু হয়ে গেলেও, এখনও হেড কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে।

ইমরান হোসেন তুষার বলেন, 'পিটার বাটলার নাকি নতুন কোনো কোচ, এটা চুক্তি সম্পাদন হওয়ার পরই আমরা বলতে পারবো। অফিসিয়ালি আমাদের এখনও চুক্তি হয়নি।'

সাফজয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গেল ৩১ ডিসেম্বর।

এসএস