ফুটবল
এখন মাঠে
0

বাফুফের এলিট ফুটবল একাডেমির প্রধান হলেন গোলাম রব্বানী ছোটন

আগামী এক বছরের জন্য বাফুফের এলিট ফুটবল একাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। এদিকে, বাফুফেকে ২৫ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ দিলো জাতীয় ক্রীড়া পরিষদ।

দেশের ফুটবলের পথিকৃৎদের একজন গোলাম রব্বানী ছোটন। দীর্ঘদিন পালন করেছেন নারী দলের হেড কোচের ভূমিকা। জিতিয়েছেন একের পর এক ট্রফি। তার হাত ধরেই প্রথমবার সিনিয়র সাফ জয় করে বাংলাদেশের মেয়েরা।

বাফুফের সঙ্গে মতের অমিল হওয়ায় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন ছোটন। তবে সমর্থকদের জন্য সুসংবাদ, আবারও দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন এই স্বনামধন্য কোচ। এবার বয়স পর্যায়ে ফুটবলার তৈরির দায়িত্ব পালন করবেন তিনি। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বাফুফের এলিট ফুটবল একাডেমি ও ইয়ুথ ডেভলপমেন্ট বিভাগের হেড হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন ছোটন।

বাফুফের এলিট ফুটবল একাডেমি ও ইয়ুথ ডেভলপমেন্ট বিভাগের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘যেভাবে কাজ করেছি এবং সামনে যে দায়িত্ব পেয়েছি তা নিয়ে অনেক কাজ করার আছে। আমি মনে করে এই বিভাগে অনেক উন্নতি করার সুযোগ আছে। আমার লক্ষ্য থাকবে প্লেয়ার জন্য ভালো মানুষ হয় ও ভবিষ্যতে যেন ভালো জায়গায় যায়।’

নারীদের পর এবার পুরুষ দলেও সাফল্য দেখতে চান ছোটন। তাই তো তৃণমূল থেকেই গড়ে তুলতে চান ফুটবলারদের।

বাফুফের আগের কমিটির সঙ্গে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না মিললেও এবার আশা করছেন ফুটবলের উন্নয়নে একসাথে কাজ করবেন।

তিনি বলেন, ‘আমাদের সভাপতি ও সহ-সভাপতি সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা বলেছে ফুটবলের উন্নয়নে যত ধরনের সহযোগিতা দরকার তারা করবে।’

এদিকে এম এ আজিজ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার জন্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলো বাফুফে। স্টেডিয়ামটি ২৫ বছরের জন্য বরাদ্দ পেলো তারা।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এনডিসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘এম এ আজিজ স্টেডিয়াম নিয়ে উপদেষ্টা একটু ভাবছিল পরে বাফুফের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে ফিফার ফান্ডিংয়েল একটা বিষয় আছে সেখানে ২০ বছর থাকতে হয় স্টেডিয়ামের পজিশন। এমন একটা গ্যারান্টি থাকলে ফিফার রিকয়্যারমেন্ট পরিপূর্ণ হয়।’

পটপরিবর্তনের পর দেশের ফুটবলেও এসেছে নানাবিধ পরিবর্তন। তারই ছোঁয়ায় এবার সাফল্যও আসবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।

ইএ