বাংলাদেশে হামজা চৌধুরীর জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে বাফুফে। জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ। আর লেস্টার সিটির মিডফিল্ডারের সুরক্ষায় আন্তর্জাতিক মানের মেডিকেল টিম রাখবে ফেডারেশন।
লাল-সবুজ জার্সিতে খেলবেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। যা বিদায়ী বছরে দেশের ফুটবলে সবচেয়ে আলোচিত খবর।
তবে, তাকে বাংলাদেশের মাটিতে খেলাতে কতোটা প্রস্তুত বাফুফে? স্বাভাবিকভাবেই আসছে সে প্রশ্ন। মাঠে খেলার সময় দর্শক ঢুকে পড়ার খবর তো বেশ পুরনো। যে কারণে একাধিকবার জরিমানাও গুণতে হয়েছে ফেডারেশনকে।
প্রথমবার ইংলিশ লিগের ফুটবলার খেলবেন বাংলাদেশের জার্সিতে। ঘরের মাঠে তার নিরাপত্তা নিশ্চিতে বাফুফের পরিকল্পনা কী?
বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেন, ‘হামজা আমাদের হয়ে খেলবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং তার জন্য যা যা প্রয়োজন সবই করতে হবে। বাফুফে শতভাগ নিরাপত্তা দেবে। এর পরও যদি কোনো নিরাপত্তার দরকার হয় সেটারও ব্যবস্থা করা হবে।’
সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে দেখা গেছে, হামজার পরিবার বাংলাদেশ ফুটবল দলের চিকিৎসা ব্যবস্থার খোঁজ করেছেন। মিডিয়ার মাধ্যমে তার বাবা জেনেছেন জাতীয় দলে অনেক সময় ফিজিও, ডাক্তার থাকেন না। তবে, এ প্রসঙ্গে হামজার পরিবারকে ইতিবাচক বার্তা দিলেন বাফুফের মেডিকেল কমিটির চেয়ারম্যান।
বাফুফের মেডিকেল কমিটির চেয়ারম্যান ডা. শেখ ফরহাদ বলেন, ‘এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। আমি দেশবাসিকে আশ্বস্ত করছি এত বড় মাপের খেলোয়াড় আসলে, আমরা আন্তর্জাতিক মানের সাপোর্ট দিয়ে যাব। যে কমিটি থাকবে সেখানে ফিজিও, ফিজিক্যাল মেডিসিন ডাক্তার, কার্ডিয়াক অ্যান্ড মেডিসিন স্পেশালিষ্ট এছাড়াও ইমারজেন্সি ডাক্তার রাখা হবে।’
সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের জুনে বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যাবে হামজাকে। তার আগে, ২৫ মার্চ ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে ২৭ বছর বয়সী ফুটবলারের।