ফুটবল
এখন মাঠে
0

পিটার-ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফে

নারী ও পুরুষ ফুটবল দলের দুই কোচ পিটার বাটলার ও হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাটলারের সঙ্গে এক বছরের নতুন চুক্তি করলেও, ক্যাবরেরার মেয়াদ মাত্র চারমাস বাড়িয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

কোচ ইস্যুতে দীর্ঘদিন ধরেই সিদ্ধান্তহীনতায় ভুগছিল বাফুফে। জামাল ভূঁইয়াদের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও সাবিনাদের কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে নাকি হবে না, এ নিয়ে দ্বিধায় ভুগছিল ফেডারেশন।

গতকাল (বুধবার, ১৬ জানুয়ারি) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। ভার্চুয়ালি সেখানে যোগ দেন সভাপতি তাবিথ আউয়ালও। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, চুক্তির মেয়াদ বাড়ছে দুই বিদেশি কোচের।

বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'পিটার বাটলারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যেটা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। ক্যাবরেরার সঙ্গে যে যোগাযোগ হয়েছে এবং আমাদের সঙ্গে কথা হয়েছে তা অনুযায়ী ক্যাবরেরার সাথে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তি হয়েছে।'

ইংলিশ তারকা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার কথা চূড়ান্ত হওয়ার পর থেকেই দেশের ফুটবলে বইছে স্বস্তির বাতাস। লন্ডনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাফুফে প্রধানও। লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হামজা ও তার পরিবার।

আমিরুল ইসলাম বাবু বলেন, 'হামজা বাংলাদেশের ফুটবলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জার্সি পড়ার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেক্ষেত্রে আমাদের সভাপতি গতকাল তাদের পরিবারের সাথে কথা বলেছে।'

বিদেশি কোচদের চুক্তি নবায়ন কিংবা হামজা চৌধুরীর আগমনে নতুন করে স্বপ্ন বুনতে পারেন ফুটবল সমর্থকরা। মাঠের ফুটবলে ফিরবে সুদিন, বইবে সাফল্যের জোয়ার, এমনটাই চাওয়া তাদের।

এসএস