সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন বলছে ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৪ সালের একই সময়ে আইফোন বিক্রি ১০-১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে এক সময় বিক্রিতে শীর্ষে থাকা ডিভাইস ক্রমশ এশিয়ার অন্যতম বাজার থেকে নিজেদের অবস্থান হারাচ্ছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চীনের সামগ্রিক স্মার্টফোন বাজার স্থিতিশীল থাকলে দেশটির শীর্ষ কোম্পানিগুলোর গাছে বাজার হারাচ্ছে অ্যাপল। কেননা এসব কোম্পানি আরো সাশ্রয়ীমূল্যে বিভিন্ন ফিচার ব্যবহারের সুবিধা দিয়ে আসছে।
এর ফলশ্রুতিতে চলতি বছর ডিভাইস উৎপাদনের বিষয়েও সতর্ক সিদ্ধান্ত নিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রযুক্তিবিদদের মতে চলতি বছরের প্রথমার্ধে আইফোন এসই৪ বা ১৬ই আনতে পারে অ্যাপল। তবে এটি বাজারে আসলেও যে খুব একটা পরিবর্তন আসবে সেটিও নিশ্চিত নয়।
চলতি বছরের প্রথমার্ধে আইফোন বিক্রি বছরওয়ারি হিসেবে ৬ শতাংশ কমতে পারে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। সে হিসেবে এ বছরও অ্যাপলের জন্য খুব একটা সুবিধার হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। এতে উন্নত ডিজাইন (আলট্রা থিন ফর্ম ফ্যাক্টর ও ফোল্ডেবল) ভ্যারিয়েন্ট রয়েছে। গুঞ্জন রয়েছে ফোল্ডেবল মডেলে ই-সিম ব্যবহার করা যাবে। আর এটিই চীনের বাজারে প্রতিবন্ধকতার কারণে হয়ে উঠতে পারে। কেননা দেশটিতে এখনো সেভাবে ই-সিম ব্যবহার জনপ্রিয় হয়ে উঠে নি।