বিদেশে এখন
0

লস অ্যাঞ্জেলেসের তিন পয়েন্টে এখনো জ্বলছে আগুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৩টি পয়েন্টে এখনো জ্বলছে দাবানলের আগুন। বড় দুটি উৎসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থায় আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাসে পরিস্থিতির অবনতির আ শঙ্কায় পড়েছেন বাসিন্দারা। এরই মধ্যে প্রাণ গেছে ২৪ জনের, নিখোঁজ বেশ কয়েকজন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক হাজার কোটি মার্কিন ডলার খরচ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, লুটপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১০ জনকে।

এক সপ্তাহ ধরে ইতিহাসের নজিরবিহীন দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। এরই মধ্যে পুড়ে ছাই শহরের ১৬৪ বর্গকিলোমিটারের বেশি অঞ্চল। ধ্বংস হয়ে গেছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছেন দেড় লাখের বেশি বাসিন্দা।

দাবানলে সবচেয়ে বড় উৎস প্যালিসেডসে ২৩ হাজার একরেরও বেশি অঞ্চল এরই মধ্যে পুড়ে গেছে। দ্বিতীয় বৃহত্তম ইটনে পুড়েছে ১৪ হাজার একর অঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আসছে খুব ধীরগতিতে।

লস অ্যাঞ্জেলেসের আগুনের দৃশ্য সিনেমার গল্পকেও হার মানিয়েছে। চোখের সামনে পুড়ে যাচ্ছে তাদের ঘরবাড়ি। অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বাসিন্দাদের।

এই যখন অবস্থা তখন চোখ রাঙাচ্ছে সান্তা আনা উপকূলের ৮০ থেকে ১১২ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া। যা দাবানলের আগুনকে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। বেশ কয়েকটি এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি রয়েছে কারফিউ। এই মুহূর্তে আগুন নেভানোকেই বেশি গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন।

এদিকে, বাসাবাড়িতে লুটপাটের অভিযোগে নতুন করে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগও আনা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোকম্যান বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ১০ জনের মধ্যে মধ্যে নয়জনকে লুটপাটের জন্য এবং অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আগুনে ধ্বংস হয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে খরচ হবে কয়েক হাজার কোটি মার্কিন ডলার। এক ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ সরকারি খরচে ধ্বংসাবশেষ অপসারণসহ যাবতীয় ব্যয় মেটানোর আশ্বাসও দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করছি। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আগুন নেভানো পর্যন্ত আমরা অপেক্ষা করছি না। দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এককালীন ৭৭০ মার্কিন ডলার করে সাহায্য পাবেন। যাতে তারা দ্রুত নিজের পরিবার ও সন্তানদের জন্য জরুরি জিনিস কিনতে পারেন। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ৫০ লাখ মার্কিন ডলার এরইমধ্যে খরচ হয়েছে।’

ধ্বংসাত্মক দাবানলে হলিউড নগরী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের একাডেমি অ্যাওয়ার্ডস এর মনোনয়ন ঘোষণা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পরবর্তী তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে ২৩ জানুয়ারি। এছাড়াও, বাতিল করা হয়েছে অস্কারের বার্ষিক ডিনার। আগামী ২ মার্চ এ বছরের একাডেমি অ্যাওয়ার্ডস হওয়ার কথা রয়েছে।

ইএ