যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান আর্থিক কেলেঙ্কারি মামলার রায় ঘোষণা হতে পারে আজ (শুক্রবার, ১০ জানুয়ারি)। শুরুতে আদালতের কার্যক্রম পেছানোর আবেদন করলেও অবশেষে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের প্রতি আস্থা আছে তার। যদিও আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেও কারাদণ্ড ভোগ বা জরিমানা গুণতে হবে না নবনির্বাচিত প্রেসিডেন্টকে।
২০১৬ সালে প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার পাঠান ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ আছে, এই লেনদেনের তথ্য গোপন রাখতে ব্যবসায়িক নথিও জাল করেন ট্রাম্পের সাবেক ঐ আইনজীবী। এর জেরে ২০২৩ এর মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
'নিউইয়র্ক হাশ মানি ট্রায়াল' ছাড়াও আরও তিনটি মামলায় ফেঁসেছেন ট্রাম্প। যদিও গেল বছর হাশ মানি ছাড়া বাকি তিনটি থেকে রেহাই পেয়েছেন তিনি। তবে শপথ গ্রহণের অন্তত ১০ দিন আগে ট্রাম্পের বিরুদ্ধে 'হাশ মানি' মামলার রায় ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জরুরি ভিত্তিতে মামলার কার্যক্রম পেছানোর জন্য নিউইয়র্ক স্টেট আদালতে আবেদন করেন ট্রাম্প। প্রধান বিচারপতিসহ নয় বিচারপতির বেঞ্চের পাঁচজন ট্রাম্পের আবেদন খারিজ করে দিলে ১০ জানুয়ারি শুক্রবার এই মামলার রায় ঘোষণার পরিকল্পনা জানান সুপ্রিম কোর্ট।
এর আগে গেল ডিসেম্বরে অর্থ কেলেঙ্কারির এই মামলা থেকে নিঃশর্ত রেহাই পেতে দ্বিতীয় দফায় আবেদন করেন ট্রাম্প। সে সময় আদালত জানায়, ব্যক্তিগত স্বার্থে অর্থ দেয়ার বিষয়টি লুকিয়েছেন তিনি, প্রেসিডেন্সিয়াল ক্ষমতাবলে দাপ্তরিক কারণে এমনটা করলে- আবেদন বিবেচনায় নেয়ার সুযোগ ছিল।
রয়টার্স বলছে, শপথ গ্রহণের আগে এ ধরনের আইনি জটিলতার মুখোমুখি হতে চাননি ট্রাম্প। যদিও সুপ্রিম কোর্ট রায়ের দিন ঘোষণা করার পর প্রতিক্রিয়ায় আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে পোস্ট দিয়েছেন ট্রুথ সোশ্যালেও।
আদালতে সশরীরে না থাকলেও ফ্লোরিডার মার-আ-লাগো থেকে অনলাইনে অধিবেশনে যুক্ত হবেন ট্রাম্প। আদালত তাকে দোষী সাব্যস্ত করলেও প্রধান বিচারপতি জুয়ান মার্চেন জানান, ট্রাম্পের ওপর আনা অভিযোগের ভিত্তিতে রায় এলেও তাকে কারাদণ্ড বা জরিমানা কোনোটাই ভোগ করতে হবে না।