টানা তিন ম্যাচে সিলেট স্ট্রাইকার্স হার, তবুও বিপিএল নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই সিলেটের ক্রিকেট প্রেমী দর্শকদের। অন্যান্য দিনের চেয়ে শুক্রবার (১০, জানুয়ারি) ছুটির দিনে সেই উৎসাহে লেগেছে বাড়তি রঙ।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা, কিংবা ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর যারা টিকিট পাচ্ছেন তাদের আনন্দের কমতি নেই। তবে টিকিট না পাওয়া কিংবা টিকিট কালোবাজারির অভিযোগ এখনো বিদ্যমান। আর টিকিট কালোবাজারি চক্র সরব মোবাইলে দরকষাকষিতে.সমালোচনার তীর বিসিবির টিকিট সংক্রান্ত ব্যবস্থাপনার দিকেও।
অন্যদিকে হ্যাট্রিক হারের পরও সিলেট স্ট্রাইকার্সের ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী তানজিম হাসান সাকিব। অপেক্ষা দলের সেরা কম্বিনেশনের। পাশাপাশি চান দর্শক সমর্থনও।
সিলেট স্ট্রাইকার্স ক্রিকেটার তানজিম হাসান সাকিব বলেন, ‘অবশ্যই আমাদের বোলিংয়ে কমতি ছিল, আমরা যদি আরো অর্গানাইজড ও প্ল্যানিং নিয়ে বোলিং করতে পারি তাহলে আমরা প্রত্যাশিত রেজাল্ট আনতে পারব। যা হবার হয়ে গেছে এখন আমরা পরবর্তী ম্যাচগুলোতে ফোকাস করছি। পরবর্তী ম্যাচ থেকে আমরা আবারো ব্যাক করব।’
গ্রুপ পর্বে সিলেটের এখনো ৯ ম্যাচ বাকি অর্থাৎ প্লে অফের সম্ভাবনা কাগজে কলমে এখনো টিকে আছে। দর্শকদের প্রত্যাশা, পরবর্তী ম্যাচগুলোতে ভালো করে সেরা চারে জায়গা করে নেবে সিলেট স্ট্রাইকার্স।