দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

ব্রাজিলে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জনের প্রাণহানি

ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। দমকল বিভাগের তথ্য বলছে, গতকাল (শনিবার, ২১ ডিসেম্বর) ভোর রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসের গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। দমকল বিভাগের তথ্য বলছে, গতকাল (শনিবার, ২১ ডিসেম্বর) ভোর রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসের গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাও পাওলো থেকে আসা ঐ বাসে চালকসহ মোট ৪৫ জন যাত্রী ছিল। ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে নেয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে মিনা জেরাইস পুলিশ ডিপার্টমেন্ট।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে সিবিএস নিউজ জানায়, প্রথমে বিকট শব্দে ঐ বাসের একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে ট্রাকের সাথে ধাক্কা খায় বাসটি।

ট্রাকের সাথে সংঘর্ষের সময় ছোট একটি গাড়ির সাথেও ধাক্কা খায় বাসটি। যদিও ঐ গাড়ির তিন যাত্রী অক্ষত আছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

এসএস