টানা ১৪ মাসে যুদ্ধে গাজা উপত্যকায় প্রাণহানি ৪৫ হাজার ছাড়িয়েছে। ইসরাইলি অবরোধের মুখে বেত হানুন, বেত লাহিয়া ও জাবালিয়ায় শরণার্থী শিবিরে মানবিক সংকট চরমে পৌঁছেছে।
৭০ দিনেরও বেশি সময় ধরে এসব অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না খাদ্যসামগ্রী। জাতিসংঘের মানবিক সহায়তার ট্রাক প্রবেশের অনুমতি আবারও প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
এদিকে, ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।