ক্রিকেট
এখন মাঠে
0

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারালো বাংলাদেশ

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেন শেখ মেহেদী।

বিজয় দিবসে আরো একটি বিজয়ের গল্প রচনা করলো টাইগাররা । হাজার মাইল দূরে ক্যারিবিয়ান দ্বীপে লাল সবুজের পতাকা উড়ালো লিটন, সৌম্যরা।

ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টস ভাগ্যে হেরে ব্যাটিংয়ের শুরুটা ধীরস্থিরভাবে করে দুই ওপেনার। তবে স্কোর বড় করতে পারেনি তানজিদ তামিম। ১১ বল খেলে ৬ রান করে আকিল হোসেনের শিকার হোন তিনি।

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যর্থ লিটন দাস। তিন নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়কের স্কোর গোল্ডেন ডাক। বেশিক্ষণ স্থায়ী হয়নি আফিফ হোসেনও। ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

৩০ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা টাইগার ব্যাটিংয়ের হাল ধরেন সৌম্য আর জাকের আলী। চার নম্বর উইকেটে গড়েন ৫৭ রানের জুটি। শেফার্ডের বলে আউট হওয়ার আগে জাকের করেন ২৭ রান। আর সৌম্যর ব্যাট থেকে রান আসে ৪৩। শেষদিকে ১ বছর পর জাতীয় দলে ফেরা শামীম পাটোয়ারীর ১৩ বলে ২৭ আর শেখ মেহেদীর ২৬ রানে ১৪৭ রানের পুঁজি পায় টাইগাররা।

১৪৮ রানে লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের আধিপত্য ক্যারিবিয়ান ব্যাটারদের ওপর। শেখ মেহেদীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ৬১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর রবমান পাওয়েল আর রোমারিও শেফার্ডের ৬৭ রানের জুটিতে জয়ের পথেই থাকে উন্ডিজ দল। তবে টাইগার বোলারদের দৃঢ়তায় ১৪০ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ইএ