আজ (রোববার, ১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন বলে জানিয়েছেন জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরতাজ আলম বাহার।
কারাগারে পাঠানো পাঁচ ইউপি চেয়ারম্যান হলেন- বলড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন কুন্নু, রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু মিয়া, হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ও চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মজিদ।
এছাড়া, বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ ও চালা ইউপি চেয়ারম্যানের ভাই কাজী বাদলকেও কারাগারে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ আবুল খায়ের জানান, আসামিরা রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।