মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

১২ বছর পর সিরিয়ায় কার্যক্রম শুরু তুরস্ক দূতাবাসের

দীর্ঘ ১২ বছর পর সিরিয়ায় আবারও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো তুরস্ক দূতাবাস। রাজধানী দামেস্কে অবস্থিত দূতাবাসে উত্তোলন করা হয় তুর্কি পতাকা।

চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে বুরহান কোরোগলুকে নিয়োগ দেয়ার মাধ্যমে দামেস্কে তুর্কি দূতাবাসের কাজ শুরু হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতের এক সপ্তাহ পর এই উদ্যোগ নেয়া হলো।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কে বসবাসরত সিরিয়ানদের ফিরিয়ে দেয়া হবে।

দামেস্কের রাওদা স্কোয়ারে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন আছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ২০১২ সালে দূতাবাসের কার্যক্রম স্থগিত করে তুরস্ক।

এএইচ