এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বন্দিশালায় থাকা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর দ্রুত মুক্তি চেয়ে বিশাল বিক্ষোভ হয়েছে কারাকাসে। ভেনেজুয়েলার পরিবহন শ্রমিকেরা মোটরসাইকেলযোগে এতে অংশ নেন। এছাড়া, দেশটির দক্ষিণের বলিভার রাজ্যে অভিযান চালিয়ে ৬ দশমিক ৮৫ টন মাদক জব্দ করেছে দেশটির পুলিশ।
আরও পড়ুন:
অন্যদিকে, মিশিগানে ভেনেজুয়েলা ইস্যুতে ফের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ভেনেজুয়েলার অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে যুক্তরাষ্ট্র।
এছাড়া, কারাকাস থেকে প্রতিদিন ৫০ মিলিয়ন ব্যারেল তেল আসছে বলেও দাবি করেন তিনি। ইঙ্গিত দেন বিশ্ব বাজারে তেলের দাম কমানোর। বৃহস্পতিবার ভেনেজুয়েলার নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।





