সিরিয়ার নতুন নোটে বাদ দেয়া হয়েছে আসাদের ছবি

সিরিয়ার নতুন নোট
সিরিয়ার নতুন নোট | ছবি: সংগৃহীত
0

সিরিয়ার নতুন নোট থেকে বাদ দেয়া হয়েছে স্বৈরশাসক আসাদের ছবি। সেখানে প্রতিফলিত হয়েছে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার সমৃদ্ধির স্বপ্ন ও হাজার বছরের সভ্যতার প্রতিচ্ছবি। নতুন বছরে ধাপে ধাপে নোটগুলো বাজারে আসছে। তবে নতুন এই নোটগুলো মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা ব্যাংকারদের।

দীর্ঘ গবেষণা ও পরিকল্পনার পর নতুন নোটের নকশা চূড়ান্ত করেছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। নোটগুলোতে স্থান পেয়েছে সিরিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং কৃষি প্রধান ঐতিহ্যের স্মারক। প্রতিটি নোট আলাদাভাবে দেশটির ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরছে। সিরিয়ার সভ্যতা ও জীবিকার ইতিহাসের বিন্যাস করা হয়েছে নকশাগুলোর মধ্যে।

প্রতিটি নোট থেকে বাদ দেয়া হয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবারের ছবি। কোনও নোট বা মুদ্রায় এবার স্থান পায়নি মানুষের কোনও ছবি। নোটের গায়ে খচিত প্রতিটি রেখা ও চিত্র সেই দেশের আত্মপরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরেছে।

আরও পড়ুন:

বছরের শুরুতেই সিরিয়া পাউন্ডের নতুন নোট ব্যবহার শুরু করেছে বাসিন্দারা। পাউন্ডের মান বৃদ্ধি ও জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে পুরানো নোটের তুলনায় নতুন নোটে দুটি শূন্য কমিয়ে দেয়া হয়েছে। যা নিয়ে বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি।

সিরিয়ার বাসিন্দারা বলেন, নতুন নোট নিয়ে সবাই একটা বিভ্রান্তির মধ্যে আছে। এতে অভ্যস্ত হতে সময় লাগবে। দোকানিরাও করে নতুন নোট লেনদেন করছে। বর্তমানে নতুন ১০ হাজার মানে মূলত ১ লাখ পাউন্ড। এখন মুদ্রার মান বাড়ায় আগের মতো বেশি পরিমাণ নোট আমাদের মানিব্যাগে রাখতে হয় না।

নতুন মুদ্রা সিরিয়া পাউন্ড দেশটির মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংকাররা। যদিও সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলছে, মসৃণ ও সুশৃঙ্খল বিনিময়ের মাধ্যমে হয়ে উঠবে নতুন নোটের প্রচলন।

এক দশকেরও বেশি সময়ের গৃহযুদ্ধে ধ্বংসের মুখে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার। তবে আঞ্চলিক গোষ্ঠীগুলোর সহিংসতায় এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশটি।

ইএ