ভ্রমণ
দেশে এখন
0

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটকবাহী জাহাজ। বঙ্গোপসাগর হয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগবে প্রায় ৬ ঘণ্টা। এখন পর্যন্ত এ রুটে তিনটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন।

কক্সবাজার থেকে ছুটবে সেন্টমার্টিনগামী জাহাজ এমভি বারো আউলিয়া। তাই তো পর্যটকদের চোখে-মুখে উচ্ছ্বাস। আজ (রোববার, ১ ডিসেম্বর) সকাল থেকেই ভিড় করেন বিআইডব্লিউটি ঘাটে।

সকাল ১০টার দিকে ৬৫৩ জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে যাত্রা শুরু করে জাহাজটি। এর মধ্য দিয়ে ৬ ঘণ্টায় সেন্টমার্টিন পৌঁছাতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিন পর এই রুটে জাহাজ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে।

সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় থেকে পাঁচটি জাহাজের অনুমতি দেয়া হলেও রোববার শুধু একটি জাহাজ ছাড়া হয়। সোমবার সকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি জাহাজ।

জেলা প্রশাসন বলছে, সেন্টমার্টিন যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে বলেও জানান জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন।

প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। তবে অক্টোবর পর্যটন মৌসুম শুরু হলেও মিয়ানমারের অস্থিরতার জেরসহ নানা প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকে জাহাজ চলাচল।

দেশের সর্ব দক্ষিণের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের মোহনীয় সৌন্দর্যের টানে প্রতিবছর ছুটে যান লাখো পর্যটক।

এএম