ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস- ইসকনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবী আবেদনের শুনানিতে এসব কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
আজ (বুধবার, ২৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্টে বেঞ্চে ইসকন ইস্যুতে শুনানি হয়।
ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের কাছে বিচারপতি জানতে চান, ইসকন কারা, এরা কীভাবে আসছে।
পরে রাষ্ট্রপক্ষ ইসকন সম্পর্কে বৃহস্পতিবার সকালে হাইকোর্টকে জানাবে।
উল্লেখ্য, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালতে সংঘর্ষ হয়। সেখানে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী মারা যান। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ১৯৬৬ সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর ভারতসহ বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম ছড়িয়ে পড়ে।