আজ (শুক্রবার, ২২ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নভেম্বরের শুরুতে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ঠেকেছে ৭০ থেকে ৭৫ টাকায়। সেই হিসাবে তিন সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিপ্রতি বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।
তবে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর চলতি সপ্তাহে কমেছে পেঁয়াজের দাম। ১০ থেকে ১৫ টাকা কমে দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা।
আড়ৎদারদের কাছ থেকে বেশি দামে আলু কেনার অভিযোগ খুচরা পর্যায়ের বিক্রেতাদের। আর আলুর দাম নাগালের বাইরে মন্তব্য করে ক্রেতারা বলছেন, মৌসুম অনুযায়ী কমেনি পেঁয়াজের দামও।
এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধিতে স্থিতিশীল রয়েছে সবজির দাম। পেঁপে ৫০ টাকা, ঢেড়শ ও পোটল ৬০ টাকা আর ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা পিস।
ক্রেতা-বিক্রেতাদের আশা পুরোপুরি শীত আসলে সবজির দাম আরও কমবে।