আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনে এখন বেড়েছে চাষিদের ব্যস্ততা। এবার গত বছরের তুলনায় ১ হাজার হেক্টর বেশি জমিতে হয়েছে ফলন। তবে, পেঁয়াজ চাষে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের।
চাষিরা বলছেন, আগের তুলনায় সার-কীটনাশকের খরচ বাড়ায় বেড়েছে পরিচর্যা ব্যয়। সব মিলিয়ে এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদে খরচ হয়েছে লাখ টাকা পর্যন্ত। অথচ, বর্তমান বাজারে ২ হাজার টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি করে পাচ্ছেন ৭০-৭৫ হাজার টাকা। এতে বিঘা প্রতি ২৫-৩০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের।
এদিকে, কৃষি বিভাগ বলছে, এখনই পেঁয়াজ বিক্রি না করে সংরক্ষণ করার পর তা বিক্রি করলে চাষিদের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৮'শ ৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে।