বিক্ষোভে উত্তাল মনিপুর, পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ

0

বিক্ষোভে উত্তাল ভারতের মনিপুর। মুখোমুখি সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকিরা। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। সাত জেলায় বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার পর অস্থিরতা পৌঁছায় চরমে। আজ পৌঁছেছে প্রতিবেশি আসামেও।

হামলা-বিক্ষোভে অগ্নিগর্ভ ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। জিবরাম জেলায় কুকি বিদ্রোহীদের ১১ নভেম্বরের হামলা এবং নারী শিশুদের অপহরণের ঘটনায় শুরু হওয়া অস্থিরতা ক্ষোভের আগুনে রূপ নেয় অপহৃতদের মরদেহ উদ্ধারের পর।

বাসিন্দাদের একজন বলেন, ‘আমরা প্রচণ্ড হতাশ। নারী আর শিশুদের হত্যার চেয়ে মর্মান্তিক খবর আর কিছু হতেই পারে না। এটা সন্ত্রাসী হামলা, অপরাধীদের কাজ, এসব মানবতাবিরোধী অপরাধ, সকল ধর্মের বিরোধী। প্রধানমন্ত্রী মোদিকে এ বিষয়ে নীরবতা ভাঙতেই হবে।’

সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আর কুকি আদিবাসীদের সংঘাতে বিভক্তি দেখা দিয়েছে পুরো রাজ্যে। সাধারণ শ্রেণিভুক্ত মেইতেইরা কুকিদের মতো সুনির্দিষ্ট নৃগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তি চায়। যেখানে ভারতের মিজোরাম আর প্রতিবেশি মিয়ানমারের চিন প্রদেশের সাথে জাতিগত সম্পর্কভুক্ত কুকিরা চায় মনিপুর থেকে বের হয়ে আলাদা প্রশাসন।

এসব নিয়েই বিরোধের জেরে এর আগের সপ্তাহে এক মেইতেই নারীকে ধর্ষণের পর হত্যা এবং ক্ষেতে কাজ করার সময় পাহাড় থেকে গুলি করে আরও এক মেইতেই নারীকে হত্যার অভিযোগ ওঠে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে। সবমিলিয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে মেইতেই নারীদের।

বাসিন্দাদের আরেকজন বলেন, ‘ঘর থেকে তিন নারী আর তিন শিশুসহ ছয়জনকে কুকি সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় আমরা শোকাহত। বুঝতে পারছি না যে সন্ত্রাসীরা মানুষ নাকি জানোয়ার।’

এক বছরের বেশি সময় ধরে অস্থির ৩২ লাখ বাসিন্দার মনিপুর। মেইতেই অধ্যুষিত রাজ্যটির পার্বত্য অঞ্চলে আধিপত্য ২০টির বেশি নৃগোষ্ঠীর, যারা ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই সমন্বিতভাবে পরিচিত কুকি হিসেবে। রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষায় সংখ্যালঘু কুকিদের জন্য নির্ধারিত কোটা ব্যবস্থা আর বিশেষ অর্থনৈতিক সুবিধার আওতায় মেইতেই সম্প্রদায়কেও আনা যায় কিনা, তা ভেবে দেখতে রাজ্য সরকারকে আদালতের নির্দেশের প্রেক্ষিতে ক্ষিপ্ত কুকিরা। এর প্রেক্ষিতে ২০২৩ সালের মে মাস থেকে সংঘাতে রাজ্যটিতে প্রাণ গেছে কমপক্ষে আড়াইশ' মানুষের, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০ হাজার মানুষ।

এরই ধারাবাহিকতায় জিবরামে হামলার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১০ কুকি বিদ্রোহী নিহত হয় গেল সপ্তাহে। প্রতিবেশি আসাম রাজ্য থেকে মনিপুরে গিয়ে তারা হামলা চালিয়েছিল বলে জানায় প্রশাসন। ফলে উত্তাপ ছড়িয়েছে আসামেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে আসামের নিরাপত্তা বাহিনী।

ভারতের আসামের কাচার এসপি নুমাল মাহাত্তা বলেন, ‘যত মরদেহ ছিল, বিভিন্ন এলাকায় যার যার পরিবারের কাছে সবার মরদেহ বিমানের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে। মনিপুরের পুলিশও ছিল আমাদের সাথে। সবাইকে আমরা জানিয়ে দিয়েছি যে যাই হোক না কেন, তা প্রতিবেশী রাজ্যের বিষয়। তাদের কোনো বিষয়েই নিজেদের রাজ্যে আমরা আইনশৃঙ্খলার অবনতি হতে দেবো না।’

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১০ কুকি বিদ্রোহীকে গ্রাম স্বেচ্ছাসেবক আখ্যা দিয়ে রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার বেশি সময় শাটডাউনও পালন করেছে কুকিরা। অন্যদিকে কুকি বিদ্রোহীদের হামলায় এক সপ্তাহে কমপক্ষে আটজন বেসামরিক মানুষ নিহতের ঘটনায় ক্ষোভ সীমা ছাড়িয়েছে মেইতেই সম্প্রদায়ের।

এমন পরিস্থিতিতেই স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মনিপুর মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার চেষ্টা এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর বাসভবন অবরোধ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী।

রাজ্যের পাঁচ জেলার ছয়টি থানায় বিশেষ ক্ষমতাবলে সেনাবাহিনী মোতায়েন করা হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার এবং থানা থেকে সেনা প্রত্যাহারের দাবি বিক্ষুব্ধদের।

বিক্ষুব্ধদের একজন বলেন, ‘ওদের শাস্তি দিতে হবে। যতক্ষণ না শাস্তি দেয়া হবে, ততক্ষণ আমরা বিক্ষোভ করে যাবো।’

সহিংসতা ঠেকাতে প্রাদেশিক রাজধানী ইমফালের পূর্ব ও পশ্চিমাঞ্চল, বিষ্ণুপুর, থুবাল আর কাকচিংয়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। মোট সাত জেলায় বিচ্ছিন্ন আছে ইন্টারনেট সংযোগ।

ইএ

শিরোনাম
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল কাল
সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি দ্রুত তালিকাভুক্ত করানোসহ পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির বৈঠক
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব‍্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ‍্যাদেশ-২০২৫ খসড়ার সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
৯০ দিনের মধ্যে নতুন সংবিধানের প্রস্তাবনা উচ্চাশা, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত বাহাত্তরের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে: আইন উপদেষ্টা
বিচার বিভাগকে স্বাধীন না করে, নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না: ড. আলী রীয়াজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি
শুধু কার্যক্রম নয়, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসূচি চলবে; শাহবাগের ব্যারিকেড তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যান চলাচলে বিঘ্ন ঘটালে ব্যবস্থা: রমনার ডিসি মাসুদ আলম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন হবে: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে সোমবার আন্দোলনে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি, মির্জা ফখরুলের বিবৃতি; দেরিতে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আনন্দিত বিএনপি
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল কাল
সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি দ্রুত তালিকাভুক্ত করানোসহ পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির বৈঠক
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব‍্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ‍্যাদেশ-২০২৫ খসড়ার সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
৯০ দিনের মধ্যে নতুন সংবিধানের প্রস্তাবনা উচ্চাশা, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত বাহাত্তরের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে: আইন উপদেষ্টা
বিচার বিভাগকে স্বাধীন না করে, নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না: ড. আলী রীয়াজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি
শুধু কার্যক্রম নয়, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসূচি চলবে; শাহবাগের ব্যারিকেড তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যান চলাচলে বিঘ্ন ঘটালে ব্যবস্থা: রমনার ডিসি মাসুদ আলম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন হবে: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে সোমবার আন্দোলনে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি, মির্জা ফখরুলের বিবৃতি; দেরিতে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আনন্দিত বিএনপি