সোমবার ( ১১ নভেম্বর) মনিপুরের জিরিবাম থানায় দু'দিক থেকে একযোগে হামলা চালায় বিদ্রোহীরা। গত ক'মাসে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে জিরিবাম জেলার এ থানাটি।
থানার পাশে একটি শরণার্থী শিবিরও হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। থানায় হামলার পর ৪শ' মিটার দূরের একটি এলাকায় বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসময় নিরাপত্তাবাহিনীর পাল্টা অভিযানে শুরু হয় বন্দুকযুদ্ধ। অভিযানস্থল থেকে রকেট প্রপেল্ড গ্রেনেড, রাইফেলসহ বিভিন্ন অস্ত্র জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। নিহতদের 'গ্রাম স্বেচ্ছাসেবক' দাবি করে কুকি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শাটডাউন ঘোষণা করেছে কয়েকটি কুকি নাগরিক সমাজ সংগঠন।
সপ্তাহখানেক ধরেই জিরিবামের পরিস্থিতি উত্তপ্ত। হামলা চালাচ্ছে মেইতেই বিদ্রোহীরাও।