ক্রিকেট
এখন মাঠে
0

এক ম্যাচ খেলেই ছিটকে পড়লেন আন্দ্রে রাসেল

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার বদলে দলে নেয়া হয়েছে শামার স্প্রিঙ্গারকে। জাতীয় দলের হয়ে এর আগে মাত্র দুটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।

পাঁচ ম্যাচের সিরিজে টানা দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হারের শঙ্কায় ক্যারিবীয়রা। যে কারণে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই রভম্যান পাওয়েলদের।

শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ায়। এদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন আলজারি জোসেফ। সে দলে যোগ দেয়ায় বাদ পড়েছেন আরেক পেসার শামার জোসেফ।

এএম