দেশে এখন
0

টেকনাফে অপহৃত ৯ কৃষককে ফেরত দিয়েছে অপহরণকারীরা

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গাসহ অপহৃত নয় কৃষককে ফেরত দিয়েছে অপহরণকারীরা। আজ (সোমবার, ৪ নভেম্বর) সকালে তাদের ফেরার খবর নিশ্চিত করেছে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের করাচিপাড়া এলাকা থেকে কৃষকদের অপহরণ করা হয়।

এরপর জনপ্রতি দেড় লাখ টাকা করে মোট সাড়ে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতদের পরিবারে ফোন করা হয়। বিষয়টি পুলিশকে জানালে অপহৃতদের হত্যার হুমকিও দেয়া হয়।

নূর মোহাম্মদ জানান, অপহৃতদের পরিবার গোপনে মুক্তিপণের টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে স্বজনরা কত টাকা এবং কাকে মুক্তিপণ দিয়েছে এটি বলতে রাজি হচ্ছে না।

টেকনাফ মডেল থানার ওসি জানান, শনিবার অপহরণের বিষয়টি জানার পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তার দাবি পুলিশ পাহাড়ে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখায় অপহরণকারী চক্রের সদস্যরা এদের ছেড়ে দিয়েছে।

এসএস