পুলিশ জানিয়েছে, আজ বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন।
আরও পড়ুন:
এসময় পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে আটক করা যায়নি কাভার্ডভ্যানটি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় ও কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর থানা এলাকায়।





