র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি দল গতকাল (সোমবার, ১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া কবির পটুয়াখালী সদর উপজেলার টিটকাটা এলাকা মৃত মোজাফফরের ছেলে।
বর্তমানে সে কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় বসবাস করছিলেন।
আরও পড়ুন:
এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর এলাকার বক্স-কালভার্ট রোডে রিকশায় চলাকালে শরিফ ওসমান হাদির ওপর মোটরসাইকেলযোগে আসা দুইজন হামলা চালায়। এতে গুরুতর আহত হন হাদি।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে জড়িত হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান শুটার) এবং আলমগীর হোসেনকে (মোটরসাইকেল চালক) শনাক্ত করা হয়। ঘটনার পরপরই র্যাব অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া কবির হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে গত ৪ ডিসেম্বর কবির একাধিকবার ফয়সাল করিমের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে কবিরসহ অন্যান্য অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
গ্রেপ্তার কবিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।





