অপরাধ ও আদালত
0

মধ্যরাতের অভিযানে সাড়ে ৩ লাখ টাকার টিসিবি পণ্য উদ্ধার

অবৈধভাবে টিসিবির বিপুল পরিমাণ পণ্য মজুত করায় যৌথ অভিযানে আটক করা হয়েছে ২ জনকে। মধ্যরাতে রাতে চালানো এই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পণ্য। মজুতদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।

বাজার সিন্ডিকেট ভাঙতে ও স্বল্প আয়ের মানুষের চাহিদা মেটাতে সরকারের চলমান কার্যক্রম টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি। তবে সেখানেও কাজ করছে অসাধু সিন্ডিকেট।

রোববার শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজারে এমনই এক সিন্ডিকেটের খোঁজ পায় আইনশৃঙ্খলা বাহিনী।

চালানো হয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। উদ্ধার করা হয় অবৈধভাবে মজুত করা টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

ভুক্তভোগী ফ্যামিলি কার্ডধারীদের অভিযোগ, স্বল্প আয়ের মানুষকে বঞ্চিত করছে ডিলাররা। আর শিক্ষার্থীদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি হোক মজুতদারদের।

পুলিশ বলছে, ইতোমধ্যে ২জনকে আটক করা হয়েছে। বাকিদেরও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর