বিদেশে এখন
0

টেলি প্রম্পটার ছাড়া বক্তব্য দিতে পারেন না কামালা: ট্রাম্প

হোয়াইট হাউজের মসনদে নতুন নেতা বসতে বাকি আর মাত্র ১০ দিন। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপ বলছে, দুই প্রার্থীর প্রতি জনসমর্থন পৌঁছেছে সমান ৪৮ শতাংশে। মিশিগানে কামালার পক্ষে প্রচারে প্রথমবারের মতো যোগ দেন মিশেল ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীর অভিযোগ, মানসিকভাবে বিপর্যস্ত ট্রাম্প। জবাবে পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, টেলি প্রম্পটার ছাড়া বক্তব্য দিতে পারেন না কামালা।

মিশিগানের স্থানীয় বারে অঙ্গরাজ্যের গভর্নরের সঙ্গে বিয়ারের গ্লাসে চুমুক দিলেন কামালা। এর খানিকবাদেই দেখা গেলো হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপচারিতায়। নির্বাচনের মাত্র ১০দিন আগে একেকটি ভোট কতটা গুরুত্বপূর্ণ, তা বলে দিচ্ছে ব্যাটেলগ্রাউন্ড স্টেটে ডেমোক্র্যাট প্রার্থীর এই বিপরীতধর্মী সফর।

শুক্রবার মিশিগানের কালামাজু কাউন্টিতে নির্বাচনী সভায় অংশ নেন কামালা হ্যারিস। স্থানীয়দের ভালোবাসায় সবার মুখে এখন শহরটির পরিবর্তিত নাম কামালা জু।

ডেমোক্র্যাট প্রার্থী অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী মানসিকভাবে বিপর্যস্ত। আগের মেয়াদের মতো এবারে ট্রাম্পকে আটকে রাখার লোক নেই লাল শিবিরে। তাই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে নীল শিবিরে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

কামালা হ্যারিস বলেন, ‘বিগত ৮ বছরে ট্রাম্প আরো বেশি বিভ্রান্ত, অস্থির ও ক্ষুব্ধ হয়েছেন। পরিষ্কার হয়ে গেছে, প্রতিদিনই তিনি আরো বেশি মানসিকভাবে বিপর্যস্ত মানুষে পরিণত হচ্ছে। আগেরবার তাকে আটকানোর লোক ছিল। এবার তাও নেই।’

মিশিগানেই কামালার জন্য প্রথমবারের মতো প্রচারণা চালান মিশেল ওবামা। সাবেক ফার্স্ট লেডির দাবি, ট্রাম্পকে ভোট দেয়ার অর্থ নারীদের বিরুদ্ধে ভোট দেয়া। ট্রাম্প আবারো ক্ষমতায় আসলে মার্কিনীদের জীবন বিভৎসতায় ভরে যাবে বলেও সতর্ক করেন ওবামার স্ত্রী।

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, ‘দয়া করে ট্রাম্পের মতো লোক, যিনি কিছুই জানেন না, তার হাতে আমাদের ভাগ্য তুলে দিবেন না। তিনি নারীদের প্রতি গভীর অবজ্ঞা প্রদর্শন করেছেন। তাই ট্রাম্পের পক্ষে ভোট নারী, নারী স্বাস্থ্য ও নারীদের মূল্যের বিরুদ্ধে চলে যাবে।’

আরেক ব্যাটেলগ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন রিপাবলিকান প্রার্থীর কণ্ঠে শোনা যায় প্রতিশ্রুতির ফুলঝুড়ি। টেলি প্রম্পটার ছাড়া কামালা বক্তৃতা দিতে পারেন না বলে অভিযোগ করেন ট্রাম্প। এসময় পুনর্ব্যক্ত করা হয় অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী চারবছর সাফল্য পরিপূর্ণ থাকতে চান নাকি পর্যবসিত হতে চান ব্যর্থতা, এবারের নির্বাচনে এই সিদ্ধান্ত নিতে হবে। তারা কী করছে দেখতেই পাচ্ছেন। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ৪ বছর আপনাদের উপহার দিবো। সবাই ভবিষ্যৎ নিয়ে আনন্দিত হোন।’

এদিকে পেনসিলভেনিয়াতেই কামালার পক্ষে প্রচার চালিয়েছেন ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপ বলছে, দুই প্রার্থীর প্রতি জনসমর্থন ঠেকেছে সমান ৪৮ শতাংশে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর